| পাবনা গণপূর্ত বিভাগ এর সিটিজেন চার্টার বা নাগরিক সেবা ব্যবস্থা গণপূর্ত অধিদপ্তরের সেবা কার্যক্রমের লক্ষ্য বা কর্মসূচীঃ ক্রঃ নং | সেবার প্রকৃতি | সেবা প্রদানের সময়সীমা | মন্তব্য | ক. | দরজা /জানালার কাঁচ পরিবর্তন সহ সঠিকভাবে খোলা ও বন্ধের ব্যবস্থাকরণ | ১-২ দিন | অভিযোগ প্রাপ্তির পর সংশ্লিষ্ট দপ্তর ব্যবস্থা গ্রহণ করে থাকে। | খ. | দরজা /জানালায় বড় ধরনের মেরামত অথবা পরিবর্তন করণ | ১-৭ দিন | কাজের প্রকৃতি এবং প্রয়োজনীয়তা হিসাবে গুরুত্ব দেয়া হয়। | গ. | পানির কল,পুশ শাওয়ার,কমোড/প্যান এর ফ্লাস পদ্ধতি সচল করা সহ টয়লেট পানি রোধক করণ | ১-২ দিন | ১-৩ মাসের মজুদ মালামাল থেকে পানি সরবরাহ/পয়: ব্যবস্থা/পানি নিরোধক জরুরী ভাবে সম্পন্ন করা হয়। | ঘ. | ছাদের যথাযথ পানি নিষ্কাশন ও পানির ট্যাংক এর ছিদ্র বদ্ধ করা সহ পানির অপচয় রোধকরণ | ১-৩ দিন | -ঐ- | ঙ. | স্যানিটারী ব্যবস্থা চালু রাখা যথা:প্যান,কমোড,বেসিন,পানির পাইপ, নিষ্কাশন পাইপ,পানির মোটর মেরামত/পরিবর্তন ইত্যাদি | ১-৩ দিন | স্টকে বেসিন, প্যান বা মোটর ইত্যাদি মজুদ রেখে সল্পতম সময়ে প্রতিস্থাপন করা হয়। | চ. | বৈদ্যুতিক সুইচ,সার্কিট ব্রেকার চালু রাখা | ১-৩ দিন | মজুদ থেকে বৈদ্যুতিক জরুরী মেরামত কাজ সম্পন্ন করা হয়। | ছ. | বৈদ্যুতিক ফ্যান মেরামত /পরিবর্তন | ১-৭ দিন | বড় ধরনের মেরামত প্রয়োজন হলে স্টক থাকলে অন্য ফ্যান দ্বারা প্রতিস্থাপনের চেষ্টা করা হয় । | জ. | স্বাভাবিক পূর্ত ও বৈদ্যুতিক কাজে রং সহ সার্বিক মেরামত | - | প্রতি ৩ বছর অন্তর সম্পাদন করা । |
পাবনা গণপূর্ত বিভাগের মাঠ পর্যায়ের কর্মকতাদের সাথে যোগাযোগের ঠিকানা ও ফোন নম্বর সমূহ:-গণপূর্ত উপ-বিভাগ-১,পাবনা। বিভাগ | নাম | পদবী | যে যে স্থাপনায় দায়িত্বে নিয়োজিত | টেলিফোন নম্বর/ইমেল | গণপূর্ত উপ-বিভাগ-১ | মোঃ মাসুদ রানা | উপ-বিভাগীয় প্রকৌশলী | নিম্নোক্ত সকল স্থাপনার দায়িত্বে | 66124,01915-160851, ranamd.masud33@yahoo.com | মোঃ জাহিদুল কবীর | উপ-সহকারী প্রকৌশলী শাখা-১ | জেলা প্রশাসকের কার্যালয়, জেলা জজ আদালত ভবন, জেলা জজের বাসভবন, জেলা কারাগার, কলাবাগান ও পৈলানপুর ষ্টাফ কোয়াটার্স, জেলা হিসাব রক্ষন অফিস, জেলা রেজিষ্ট্রার অফিস, ফায়ার ষ্টেশন,কৃষি ফার্ম, উপ-বিভাগীয় প্রকৌশলীর অফিস,থানা,শিশু সদন, টি,টি,সি পাবনা। | 66124,01552395796 zahidulkabir@yahoo.com | মোঃ আব্দুর কাদের খান | উপ-সহকারী প্রকৌশলী শাখা-২ | ঈশ্বরদী থানা, চাটমোহর থানা, ভাংগুড়া থানা, দাশুড়িয়া ষ্ট্যাক ইয়ার্ড । | 66124,01739066746 | মোঃ জাহিদুল কবীর | উপ-সহকারী প্রকৌশলী শাখা-৩ | জেলা প্রশাসকের বাংলো, নির্বাহী প্রকৌশলীর বাসভবন, পুলিশ সুপারের অফিস ও বাসভবন, সার্কিট হাউজ, পুলিশ লাইন,সদর থানা ও পুলিশ ফাড়ি, ভিটিআই, খাদ্য নিয়ন্ত্রকের অফিস | 66124,01552395796 zahidulkabir@yahoo.com |
| | |